MOMINUL ISLAM SIKDER
শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনা; শিক্ষা আমাদের জীবনের ভবিষ্যৎ। শিক্ষা অগ্রগতির ভিত্তি। দীর্ঘ অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে, নারী-পুরুষ সমানভাবে শিক্ষিত হলেই কেবল অগ্রগতি সম্ভব। শিক্ষার একমাত্র উদ্দেশ্য কেবল বইয়ের জ্ঞান সীমাবদ্ধ রাখা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, করুণা, সাহস, নম্রতা, ভদ্রতা, বিনয়ী, মূল্যবোধ, সহনশীলতা, সহমর্মিতা, পরমত সহষ্ণিনুতা, মহানুভবতা এবং নির্ভরযোগ্যতার মতো অনেক গুনাবলী জাগিয়ে তোলে। উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক সুযোগ-সুবিধার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, জাতীয় দিবস এবং সহ- পাঠ্যক্রমিক কার্যাবলী পালন করে আসছে।
প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের তাদের চারপাশের পরিবর্তনশীল পরিবেশ সম্পর্কে জানতে উৎসাহিত করে, পাশাপাশি তাদের সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক দক্ষতা অনুশীলনে সহায়তা এবং নির্দেশনা প্রদান করে।
আমরা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানটি আপনার সন্তানের জন্য সর্বোত্তম স্থান। আপনার সন্তানের অগ্রগতি এবং কার্যকলাপে আপনার সক্রিয় আগ্রহ এবং অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই। শিক্ষকরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা আপনার অব্যাহত সহায়তার জন্য উন্মুত্থ।.
মমিনুল ইসলাম সিকদার
সভাপতি
পরিচালনা পরিষদ
PARAM KANTI DAS
উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি পারুয়া ডিসি সড়কস্থ ইছামতি নদীর তীরবর্তী পশ্চিম পাশে অবস্থিত।
সর্বস্তরের জনগণ, অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং দক্ষ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় ১৯৮৯ খ্রিঃ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
প্রতি বছর, শিক্ষার্থীরা মানবতার প্রভাবে অনুপ্রাণিত হয়ে একটি সৎ, সাহসী এবং সচেতন প্রজন্ম হিসেবে সাফল্যের সোনালী গন্তব্যে ছড়িয়ে পড়ছে। বিশ্বায়নের যুগে, প্রযুক্তি ভিত্তিক শিক্ষার আলোকে, এই প্রতিষ্ঠানটি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। আমার প্রত্যাশা এই প্রতিষ্ঠানটি, যা শারীরিক ও মানসিক যত্নের পাশাপাশি পাঠ্যক্রমিক শিক্ষার একটি চমৎকার কেন্দ্র, সর্বদা একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে।
পরম কান্তি দাশ
প্রধান শিক্ষক
Welcome To Our School
সর্বস্তরের জনগণ, এলাকার শিক্ষানুরাগী ও দানশীল ব্যাক্তিদের আর্থিক, মানসিক, শারীরিক সহযোগিতায় ১৮৮৯খ্রিঃ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় উপজেলার ৫নং পারুয়া ইউনিয়নের অন্তর্গত উত্তর পারুয়া গ্রামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। প্রতিষ্ঠালগ্নের ছয় বছর পরে ১৯৯৩খ্রিঃ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রথম স্বীকৃতি লাভ করে এবং এমপিওভূক্ত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর স্মারকমূলে ০১/০১/১৯৫খ্রিঃ হতে মানবিক ও বিজ্ঞান বিভাগে ৯মশ্রেণি এবং ০১/০১/১৯৬খ্রিঃ হতে ১০ম শ্রেণি খোলার অনুমতি লাভ করে। তৎ পরবর্তী ০১/০১/১৯৯৮খ্রিঃ হতে ৩১/১২/২০০২খ্রিঃ পর্যন্ত ৫বছরের জন্য বিজ্ঞন, মানবিক ও ব্যাবসায় শিক্ষা শাখায় ১ম অস্থায়ী স্বীকৃতি লাভ করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর স্মারকমূলে ০১/০১/২০০১খ্রিঃ হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিওভূক্ত হয়। প্রতিষ্ঠাকালীন ১ম প্রধান শিক্ষক ছিলেন জনাব রতন কান্তি সেন। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। পুরাতন ভবন এর পাশা পাশি ৪তলা নতুন একাডেমি ভবন নির্মিত হয়েছে। যেখানে রয়েছে আধুনিক গ্রন্থাগার, বিজ্ঞানাগার, বিসিসি কম্পিউটার ল্যাব,মাল্টিমিডিয়া ক্লাশ রুম, প্রধান শিক্ষকের অফিস কক্ষ, সহকারী প্রধান শিক্ষকের অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন, বিশুদ্ধ খাবার পানি ও উন্নত স্যানিটেশন। বর্তমানে এটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র ও মাধ্যমিক সনদ প্রদান করে থাকে।
উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়
গ্রামঃ উত্তর পারুয়া, ২নং ওয়ার্ড
ডাকঘরঃ রাজাভুবন(4360)
উপজলাঃ রাঙ্গুনিয়া, জেলাঃ চট্টগ্রাম।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
|---|

