EIIN : 104815
School Code : 4032 Uttar Parua, Rangunia, Chittagong; 01309104815
উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয় Uttar Parua High School Uttar Parua, Rajabhubon, Rangunia, Chittagong
01309104815; uttarparua@yahoo.com
Welcome To Our School

    Welcome To Our School

    সর্বস্তরের জনগণ, এলাকার শিক্ষানুরাগী ও দানশীল ব্যাক্তিদের আর্থিক, মানসিক, শারীরিক সহযোগিতায়  ১৮৮৯খ্রিঃ  চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় উপজেলার ৫নং পারুয়া ইউনিয়নের অন্তর্গত উত্তর পারুয়া গ্রামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। প্রতিষ্ঠালগ্নের ছয় বছর পরে ১৯৯৩খ্রিঃ  নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রথম স্বীকৃতি লাভ করে এবং এমপিওভূক্ত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর স্মারকমূলে ০১/০১/১৯৫খ্রিঃ হতে মানবিক ও বিজ্ঞান বিভাগে ৯মশ্রেণি এবং ০১/০১/১৯৬খ্রিঃ হতে ১০ম শ্রেণি খোলার অনুমতি লাভ করে। তৎ পরবর্তী  ০১/০১/১৯৯৮খ্রিঃ হতে ৩১/১২/২০০২খ্রিঃ পর্যন্ত ৫বছরের জন্য বিজ্ঞন, মানবিক ও ব্যাবসায় শিক্ষা শাখায় ১ম অস্থায়ী স্বীকৃতি লাভ করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর স্মারকমূলে ০১/০১/২০০১খ্রিঃ হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিওভূক্ত হয়।  প্রতিষ্ঠাকালীন ১ম প্রধান শিক্ষক ছিলেন জনাব রতন কান্তি সেন।  বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। পুরাতন ভবন এর পাশা পাশি ৪তলা নতুন একাডেমি ভবন নির্মিত হয়েছে। যেখানে রয়েছে আধুনিক গ্রন্থাগার, বিজ্ঞানাগার, বিসিসি কম্পিউটার ল্যাব,মাল্টিমিডিয়া ক্লাশ রুম, প্রধান শিক্ষকের অফিস কক্ষ, সহকারী প্রধান শিক্ষকের অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন, বিশুদ্ধ খাবার পানি ও উন্নত স্যানিটেশন।    বর্তমানে এটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র ও মাধ্যমিক সনদ প্রদান করে থাকে।

    উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়

    গ্রামঃ উত্তর পারুয়া, ২নং ওয়ার্ড

    ডাকঘরঃ রাজাভুবন(4360)

    উপজলাঃ রাঙ্গুনিয়া, জেলাঃ চট্টগ্রাম।